পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক ২০২৪

মালয়েশিয়া,কাতার, সৌদি, ওমান, কুয়েত সহ মধ্যপ্রাচ্য এবং ইউরোপের সকল দেশের ভিসা মাত্র দুই মিনিট চেক করতে পারবেন। কোন দেশের ভিসা আবেদন করার পর সে ভিসা সম্পর্কিত তথ্য জেনে রাখা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়।

অনেক সময় লক্ষ লক্ষ টাকা দিয়ে ভিসা আবেদন করার পর অনেক প্রতারক দালালরা টাকা হাতিয়ে প্রতারণা করে থাকেন। যার প্রেক্ষিতে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করা অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ থেকে হাজার হাজার নাগরিক বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের ভিসা তৈরি করে থাকেন।

আর এই সকল ভিসা বিভিন্ন ধরনের এজেন্সি বা দালালদের মাধ্যমে প্রসেসিং করা হয়ে থাকে। তবে আপনি চাইলে আপনার ভিসাকে জালিয়াতি থেকে রক্ষা করতে পারবেন। এবং আপনার হাতে থাকা পাসপোর্ট নাম্বার দিয়ে নির্দিষ্ট একটি দেশের ভিসা চেক করতে পারেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক

নিজ দেশ হতে বিদেশ গমন করতে হলে অবশ্যই একটি ভিসার প্রয়োজন হয়। ভিসা অতি পরিচিত এবং গুরুত্বপূর্ণ একটি ব্যক্তিগত ডকুমেন্ট। ভ্রমণ করার উদ্দেশ্যে অথবা কাজের উদ্দেশ্যে বিদেশ যেতে ভিসা তৈরি করতে হয়।

আর এই ভিসা তৈরি সাধারণত বাংলাদেশী নাগরিকেরা বিভিন্ন এজেন্সি বা দালালের সাহায্য নিয়ে থাকেন। তাই ভিসা হাতে পাওয়ার সাথে সাথে সেই ভিসা চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কারণ এই ভিসা চেক করার মধ্য দিয়ে ভিসার ধরণ, মেয়াদ, শর্তাবলী এবং আরও অনেক কিছু সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়। তবে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার সহজ উপায় হচ্ছে। যে দেশের ভিসা তৈরি করেছেন সেই দেশের নাম লিখে ও ভিসা চেক লিখে সার্চ করুন।

উদাহরণ হিসেবে এভাবে গুগলে সার্চ করতে পারেন। যেমনঃ Malaysia Visa Check, Saudi Visa check. তারপর নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে পাসপোর্ট নাম্বার এবং জাতীয়তা নির্বাচন করে অনুসন্ধান করুন।

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া

Passport নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করতে হলে গুগলে সর্বপ্রথম Malaysia Visa Check লিখে সার্চ করুন। প্রথম যে ওয়েবসাইট আসে সেখানে প্রবেশ করুন। এবং Passport No এবং জাতীয়তা নির্বাচন করে চেক বাটনে ক্লিক করুন। এভাবে না পারলে নিচের ধাপ অনুসরণ করুন।

  • মালয়েশিয়ার ভিসা চেক করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। লিঙ্ক হচ্ছেঃ eservices imi gov my
  • তার পর No Passport এর ঘরে আপনার পাসপোর্ট নাম্বার বসিয়ে দিন।
  • এর পরে জাতীয়তা বাংলাদেশী সিলেক্ট করুন।
  • সবশেষে একদম ডানপাশে Carian লেখায় ক্লিক করুন। অতএব মালয়েশিয়া ভিসা তথ্য বিস্তারিত তথ্য পাবেন।

সকল দেশের ভিসা চেক অনলাইনে

Passport নাম্বার দিয়ে ভিসা চেক করার জন্য দেশভিত্তিক আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে। তবে কিছু কিছু ওয়েবসাইট দিয়ে কয়েকটি দেশের ভিসা চেক করা যায়। তবে দেশ ভিত্তিক পাসপোর্ট নাম্বার যে ভিসা চেক করার অফিসিয়াল ওয়েবসাইটের লিংক উল্লেখ করা হয়েছে। যেমনঃ

দেশভিসা চেক লিংক
সৌদি ভিসা চেকhttps://visa.mofa.gov.sa/
মালয়েশিয়া ভিসা চেকeservices imi gov my
কাতার ভিসা চেকhttps://portal.moi.gov.qa/
ওমান ভিসা চেকhttps://evisa.rop.gov.om
থাইল্যান্ড ভিসা চেকhttp://thaivisabd.com
ইতালি ভিসা চেকhttps://visa.vfsglobal.com/bgd/en/ita
তুরস্ক ভিসা চেকhttps://evisa.gov.tr/en/status/

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করা অত্যন্ত সহজ একটি কাজ। তাই ভিসা হাতে পাওয়ার সাথে সাথে দেরি না করে ভিসা চেক করুন। এছাড়াও ভিসা পাওয়ার পূর্বেও আপনি চাইলে ভিসার স্ট্যাটাস সম্পর্কে জানতে পারেন। আর ভিসা চেক করার সব থেকে বড় সুবিধা হচ্ছে প্রতারণা এড়ানো যায়। ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top