মালয়েশিয়া ভিসা চেক পাসপোর্ট নাম্বার দিয়ে ২০২৪

যে কোন দেশে প্রবেশের জন্য ভিসা সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ এটি একটি আনুষ্ঠানিক অনুমতিপত্র। যা প্রত্যেক ভ্রমণকারীকে ভিসা তৈরি করতে হয়। তবে এই ভিসা তৈরি হতে বিভিন্ন কাগজপত্র এবং টাকার প্রয়োজন হয়।

তাই এই গুরুত্বপূর্ণ ভিসা চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভিসা চেক করার মাধ্যমে ভিসার সঠিক তথ্য এবং আপডেট করা তথ্য জানা যায়। এছাড়াও ভিসা আবেদনের প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন।

এমনকি ভুল তথ্যের কারণে আপনার ভিসা আবেদন বাতিল হতে রক্ষা পাবে। তবে যারা শুধুমাত্র মালয়েশিয়ার ভিসা চেক করতে আগ্রহী। তারা খুব সহজে পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক করুন।

মালয়েশিয়া ভিসা চেক পাসপোর্ট নাম্বার দিয়ে

সাধারণত মালয়েশিয়ার ভিসা দুই ধরনের হয়, একটি কলিং ভিসা এবং অন্যটি ই-ভিসা। তবে আপনি যে ধরনের মালয়েশিয়ার ভিসার জন্য আবেদন করুন না কেন বর্তমান সময়ে ভিসা চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কারণ এই ডিজিটাল যুগেও অনেক প্রতারক সাধারণ মানুষদের ভিসা নিয়ে বিভিন্ন হয়রানি করে থাকে। যেমন সঠিকভাবে ভিসা তৈরি করে দেয় না, ভিসা তৈরি করে দিলেও কাঙ্খিত ও নির্দিষ্ট ভিসা তৈরি করে দেয় না।

আর এই সমস্যা বর্তমান ডিজিটাল যুগে খুব কম লক্ষ্য করা যায়। কারণ প্রায় সকলেই মালয়েশিয়ার ভিসা আবেদন করার পর অনলাইনে এসে মালয়েশিয়া ভিসা চেক পাসপোর্ট নাম্বার দিয়ে করে থাকেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়া ভিসা চেক

নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করলেই পাসপোর্ট নাম্বার এবং দেশের নাম প্রদান করে ভিসার স্ট্যাটাস অতি দ্রুত যাচাই করা যায়। এক্ষেত্রে ভ্রমণ ভিসা হোক বা কাজের ভিসা অথবা বিজনেস ভিসা হোক।

যেকোনো ভিসা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করা যায়। তবে মালয়েশিয়ার ভিসা চেক করা অত্যন্ত সহজ একটি প্রক্রিয়া। আর মালয়েশিয়ার ভিসা চেক করতে অবশ্যই আপনাকে এই লিংকে(eservices.imi.gov) প্রবেশ করতে হবে।

উপরের লিংকে প্রবেশ করার পর আপনার পাসপোর্ট নাম্বার সঠিকভাবে বসাতে হবে এবং জাতীয়তা নির্বাচন করতে হবে। সর্বশেষ Carian অপশনে ক্লিক করলেই আপনার মালয়েশিয়া ভিসা স্ট্যাটাস দেখতে পারবেন।

যেভাবে চেক করবেনঃ

  • অতএব সর্বপ্রথম এই সাইটে (eservices.imi.gov) প্রবেশ করুন।
  • প্রবেশ করার পর নিজেদের ছবিটির মতো ডিসপ্লে বা দৃশ্য দেখতে পারবেন।
  • অতঃপর আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার জাতীয়তা নির্বাচন করুন।
  • সর্বশেষ Carian অপশনে ক্লিক করুন।

অতএব আপনার ভিসা তৈরি হলে নিচে আপনা ভিসা সম্পর্কিত তথ্য দেখতে পারবেন। আর ভিসা তৈরি না হলে কোনো তথ্য আসবে না।

মালয়েশিয়া ই ভিসা চেক

মালয়েশিয়ার ই ভিসা দুইভাবে চেক করতে পারবেন। প্রথমত খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পাসপোর্ট দিয়ে। আর দ্বিতীয়ত স্টিকার নাম্বার দিয়ে। যেটা আবেদন করার সময় পর আবেদন ফরমের উপরে উল্লেখ করা থাকে।

যেভাবে চেক করবেনঃ

  • মোবাইল, ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে সরাসরি এই লিংকে( https://malaysiavisa.imi.gov.my/evisa/vlno_checkstatus.jsp) প্রবেশ করুন।
  • তারপর নিচের দেওয়া ছবির মত ডিসপ্লে লক্ষ্য করুন। অতঃপর চিহ্ন অনুযায়ী Passport Number, Sticker Number সঠিকভাবে বসিয়ে দিন।
  • তারপর Answer অপশনে উপরের ক্যাপচা গুলো সঠিকভাবে লিখে দিন।
  • সর্বশেষ ছোট্ট ঘরটিতে টিক চিহ্ন দিয়ে চেক(Check) বাটনে ক্লিক করুন।
  • অতঃপর আপনার ভিসা সম্পর্কিত বর্তমান স্ট্যাটাস বা তথ্য দেখতে পারবেন।

শেষ কথা

যে কোন দেশের ভিসা চেক করা অত্যন্ত সহজ একটি প্রক্রিয়া। তাই কালক্ষেপণ না করে ভিসার জন্য আবেদন করলে অবশ্যই অনলাইনে এসে আপনার ভিসা চেক করুন।

অর্থাৎ মালয়েশিয়া ভিসা চেক পাসপোর্ট নাম্বার দিয়ে বর্তমান অবস্থা সম্পর্কে জানুন। এছাড়াও ভিসা হাতে পাওয়ার পর সঠিক ভিসা পেয়েছেন কিনা তা চেক করুন। ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top