ড্রোন ক্যামেরা ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফির জন্য পুরো বিশ্বের সবথেকে জনপ্রিয় একটি ডিভাইস। চাহিদা মোতাবেক ড্রোন ক্যামেরা নির্দিষ্ট মডেল অনুaযায়ী বাজারে পাওয়া যায়।
প্রফেশনাল ড্রোন ক্যামেরা থেকে শুরু করে ছোট বাচ্চাদের জন্য খেলনা ড্রোন ক্যামেরা কিনতে পাওয়া যায়। তবে ক্যামেরার মান অনুযায়ী একটি প্রফেশনাল ক্যামেরার দাম ৪০ হাজার থেকে শুরু করে ৪-৫ লক্ষ টাকা বা তার থেকেও বেশি।
এছাড়াও একটি ড্রোন ক্যামেরা দাম কত হবে তা নির্ভর করে ড্রোন ক্যামেরার রেজোলিউশন, ফিচার, ফ্লাইট রেঞ্জ এবং সময় ও ব্র্যান্ড অনুযায়ী। তাই খেলনা ড্রোন ক্যামেরা থেকে শুরু করে প্রফেশনালি ড্রোন ক্যামেরার দাম সম্পর্কে বিস্তারিত জানুন।
ড্রোন ক্যামেরা দাম কত
বর্তমানে ড্রোন ক্যামেরা গুলো ব্র্যান্ড অনুযায়ী জনপ্রিয় এবং পরিচিত। এছাড়াও ব্র্যান্ড অনুযায়ী ড্রোন ক্যামেরা দাম কম বেশি হয়ে থাকে।
বর্তমানে যে সকল ব্র্যান্ডের ড্রোন ক্যামেরা বর্তমানে সব থেকে জনপ্রিয় এবং দামি তা হচ্ছে DJI, Parrot এবং Autel Robotics.
আর এই সকল ব্র্যান্ডের ক্যামেরা গুলো 4K, 6K বা 8K ভিডিও রেকর্ডিং ক্ষমতা, ইমেজ সেন্সরের আকার সহ ক্যামেরার মান এবং ফিচারগুলো নিশ্চিত করে।
যদি DJI ব্র্যান্ডের একদম প্রফেশনাল ড্রোন ক্যামেরা কিনতে চান এক্ষেত্রের নরমালি ন্যূনতম বাজেট রাখতে হবে এক লক্ষ টাকা। এবং সর্বোচ্চ ৫ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা।
ড্রোন ক্যামেরা দাম কত বাংলাদেশ
রিমোটে পরিচালিত মনুষ্যবিহীন এই যন্ত্রটি পুরো বিশ্বে ব্যবহার হচ্ছে। যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে ছোট বাচ্চাদের খেলনায় এ ড্রোন ক্যামেরা অতি জনপ্রিয়তা পেয়েছে।
ড্রোন ক্যামেরার মাধ্যমে ভিডিও শুট করার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা যায়। অসাধারণ সব এরিয়াল ফটোগ্রাফি থেকে শুরু করে নজরদারির উদ্দেশ্যেও ড্রোন ক্যামেরা ব্যবহৃত হয়।
একদম নরমালি ড্রোন ক্যামেরা দাম স্বাভাবিকভাবে ১৫ থেকে ২০ হাজার টাকায় পাওয়া যায়। তবে ফ্লাইট রেঞ্জ এবং সময় ও ক্যামেরার মান খুবই নিম্নমানের হবে।
অর্থাৎ বাংলাদেশে ড্রোন ক্যামেরা ২০-২৫ হাজার থেকে শুরু করে ৫ লক্ষ থেকে ৬ লক্ষ টাকার মধ্যে পাওয়া যায়। তবে ড্রোন ক্যামেরা ক্রয় করতে চাইলে বৈশিষ্ট্য অনুযায়ী নির্বাচন করতে হবে।
মিনি ড্রোন ক্যামেরা দাম কত
জনপ্রিয় এবং নামিদামি ব্রান্ডের অনেক মিনি ড্রোন ক্যামেরা পাওয়া যায়। আর এসকল মিনি ড্রোন ক্যামেরা দাম সাধারণত ন্যূনতম ২-৫ হাজার টাকায় পাওয়া যায়।
এবং কোয়ালিটি সম্পন্ন মিনি ড্রোন ক্যামেরার দাম ১৫-২০ হাজার টাকা। তবে DJI Mini জনপ্রিয় ড্রোন ক্যামেরা গুলোর দাম ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকায় পাওয়া যায়। এছাড়াও কম দামের মধ্যেঃ
- 998 Micro Foldable Wide Angle HD Drone এর দাম ৫০০০ টাকা।
- F184 RC 4K Dual ESC Camera Drone এর দাম ৯৯৯৯ টাকা।
- K3 Wi-Fi Drone with 4K Dual Camera এর দাম ৫২০০ টাকা।
আরো কিনুন SYMA X20: SYMA X20 সাশ্রয়ী মূল্যের মিনি ড্রোন। আর এই মিনি ড্রোন ক্যামেরার দাম সাধারণত ৫,০০০ থেকে ১০,০০০ এর মধ্যে হয়। Hubsan Zino Mini Pro এর দাম সাধারণত ২০,০০০ টাকার কাছাকাছি।
vivo ড্রোন ক্যামেরা দাম কত
বর্তমানে ভিভো ড্রোন ক্যামেরার অফিসিয়াল মূল্য তালিকা প্রকাশ করা হয়নি। তবে বিশ্ব বাজারে ভিভো ক্যামেরার যে কোন সময় আসতে পারে।
কিভাবে ধারণ করা হয় বিবেক ড্রোন ক্যামেরা বা মোবাইলটি বাজারে আসলে এর দাম প্রায় $1170 ডলার হতে পারে। যে বাংলাদেশি টাকায় প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা।
ছোটদের খেলনা ড্রোনের দাম কত ২০২৪
ছোট বাচ্চাদের খেলার জন্য ড্রোন ক্যামেরা ৫০০ থেকে ১৫০০ টাকায় পাওয়া যায়। তবে রিমোট কন্ট্রোল এর মাধ্যমে উড়ানোর জন্য ছোটদের খেলনা ড্রোনের ৭০০ থেকে ৭ হাজার টাকা। এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা।
শেষ কথা
হাজার টাকা থেকে শুরু করে লক্ষ টাকার ড্রোন ক্যামেরা বর্তমানে পাওয়া যায়। তাই ড্রোন ক্যামেরা ক্রয় করার ইচ্ছে হলে অবশ্যই ড্রোন ক্যামেরা দাম কত তা বিস্তারিত জেনে নিবেন। এবং ভালো বৈশিষ্ট্য ও ভালো বাজেট নিয়ে ড্রোন ক্যামেরা ক্রয় করুন। ধন্যবাদ