বিভিন্ন কারণে বাংলাদেশের নাগরিকেরা ঢাকা থেকে ভারতের চেন্নাই এর উদ্দেশ্যে যাতায়াত করে থাকেন। কেউ চিকিৎসার উদ্দেশ্যে, কেউ শিক্ষা অর্জন করার উদ্দেশ্যে, কেউ ধর্মীয় কারণে, আবার কেউ পর্যটনের উদ্দেশ্যে ভারতের চেন্নাইয়ে পৌঁছে থাকেন।
তবে আপনি জানলে অবাক হবেন মাত্র ১০ হাজার টাকা দিয়ে ঢাকা থেকে চেন্নাইয়ের যাত্রা পরিসমাপ্ত করা যায়। ট্রেনের মাধ্যমেও বাংলাদেশ থেকে চেন্নাইয়ে যাওয়া যায়। তবে এই যাত্রা ব্যয় বহুল ও সময় সাপেক্ষ। তাই দ্রুত সময়ে অল্প খরচে পৌঁছানোর জন্য বিমান যাত্রা সবথেকে উপযুক্ত ও নিরাপদ।
বর্তমানে ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া নূন্যতম ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ এয়ারলাইন্স অনুযায়ী ১ লক্ষ থেকে দেড় লক্ষ টাকা। তবে ১০ হাজার থেকে ৩০ হাজার টাকার মধ্যে যে সকল এয়ারলাইন্সের টিকিট পাওয়া যায়। সেই সকল এয়ারলাইন্স বেশিরভাগওই যাত্রীরা ব্যবহার করে থাকেন।
ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া
চেন্নাই ভারতের খুবই গুরুত্বপূর্ণ একটি শহর। চেন্নাই হচ্ছে ভারতের তামিলনাড়ুর রাজধানী এবং দেশটির চতুর্থ বৃহত্তম মহানগরী শহর। ঐতিহাসিক স্থাপনা সহ আধুনিকতায় ছোঁয়া রয়েছে এই শহরে। চিকিৎসা, কর্মক্ষেত্র ও শিক্ষা ক্ষেত্রে চেন্নাই অনেক বেশি উন্নত।
তাই যারা শিক্ষা, চিকিৎসা ও কর্মের উদ্দেশ্যে চেন্নাই যেতে যাচ্ছেন। তারা মাত্র ১০ হাজার টাকা দিয়ে একটি বিমানে টিকিট ক্রয় করে ঢাকা থেকে চেন্নাই যেতে পারেন। তবে বিমানের ক্যাটাগরি অনুযায়ী ভাড়া কম অথবা বেশি হতে পারে।
যেমন ঢাকা টু চেন্নাই উদ্দেশ্যে দুই ক্যাটাগরির বিমানের টিকিট পাওয়া যায়। একটি হলো ইকোনোমি ক্লাস আর অন্যটি হচ্ছে বিজনেস ক্লাস। তবে ইকোনোমি ক্লাস থেকে বিজনেস ক্লাসের টিকেট মূল্য অনেক বেশি। তাই টিকিট বুকিং করার পূর্বে ভালোভাবে ভাড়া সম্পর্কিত তথ্য জেনে নিন।
ঢাকা টু চেন্নাই বিমান ভাড়া কত 2024
ঢাকা থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে দুইভাবে টিকিট ক্রয় করতে পারেন। প্রথমত এক মুখী আর দ্বিতীয়ত রিটার্ন টিকেট। তবে সব মিলিয়ে ঢাকা টু চেন্নাই রুটের ইকোনমি ক্লাসের সিটের একমুখী বিমান ভাড়া হচ্ছে ন্যূনতম ১০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৩০ থেকে ৪৫ হাজার টাকা।
তবে রিটার্ন বিমান ভাড়া নূন্যতম ২২ হাজার থেকে ২৫ হাজার টাকা। এবং বিমানে ক্যাটাগরি অনুযায়ী সর্বোচ্চ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে বিজনেস ক্লাস এয়ারলাইন্সের বিমান ভাড়া নূনতম ৩৫ থেকে ৪০ হাজার টাকা এবং সর্বোচ্চ লক্ষাধিক টাকা। যেমনঃ
বিমান সংস্থার নাম | ইকোনমি ক্লাস ভাড়া | বিজনেস ক্লাস ভাড়া |
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ২৬,০৪৮ টাকা | ১,৩২,৫০৯ টাকা। |
ইন্ডিগো এয়ার | ১৩,৩২৫ টাকা | |
শ্রীলঙ্কান এয়ারলাইন্স | ২৯,৩৫০ টাকা | ৩১,৫৫২ টাকা |
ইউএস-বাংলা এয়ারলাইন্স | ১৩৮৪৬ টাকা | |
এয়ার ইন্ডিয়া | ১৩৫৯০ টাকা | ৩৩,৫২৭ টাকা |
ভিস্তারা এয়ারলাইন্স | ৩০,৩০৯ টাকা | ৬৭,১৯৩ টাকা |
মালয়েশিয়া এয়ারলাইন্স | ১,২০,৮৫২ টাকা | |
সিঙ্গাপুর এয়ারলাইন্স | ২,৫২,০৪৮ টাকা। |
ঢাকা টু চেন্নাই এয়ার টিকেট প্রাইস
যাত্রার এক মাস পূর্বে টিকিট বুকিং করলে টিকিট মূল্য অনেক কমে পাওয়া যায়। যদি এক সপ্তাহ পূর্বে টিকিট বুকিং করে থাকেন তাহলে টিকিট মূল্য একটু বেশি হবে।
ঢাকা থেকে চেন্নাই এর উদ্দেশ্যে সকল এয়ারলাইন্সের সকল বিমান ভাড়া সঠিক এবং আপডেট জানতে এই( https://flightexpert.com/) লিংকে প্রবেশ করুন। তবে ন্যূনতম ১০ হাজার টাকায় ঢাকা টু চেন্নাই এয়ার টিকেট পেয়ে যাবেন।
ইউ এস বাংলা এয়ারলাইন্স ঢাকা টু চেন্নাই
বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের কাছে ইউএস-বাংলা এয়ারলাইন্স অতি পরিচিত ও জনপ্রিয় একটি বিমান সংস্থা। ঢাকা থেকে চেন্নাই এর উদ্দেশ্যে এই এয়ারলাইন্সের নূন্যতম বিমান ভাড়া ১৩ হাজার টাকা।
তবে ইউ এস বাংলা এয়ারলাইন্সের রিটার্ন টিকিটের মূল্য আর দুই থেকে তিন হাজার টাকা বেশি। অর্থাৎ ঢাকা টু চেন্নাই এর উদ্দেশ্যে ১৫ থেকে ১৬ হাজার টাকায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের রিটার্ন টিকেট পাওয়া যায়।
ঢাকা টু চেন্নাই বিমানের সময়সূচী
কয়েকটি বিমানের সময়সূচি নির্দিষ্ট। তবে বেশিরভাগই এয়ারলাইন্স এর সময়সূচি নির্ধারণ করে বলা যায় না। এর মধ্যে ঢাকা টু চেন্নাই এর উদ্দেশ্যে কয়েকটি বিমানের সময়সূচি হচ্ছেঃ
- এয়ার ইন্ডিয়া ছাড়ার সময় দুপুর ২ঃ৪৫ মিনিট।
- শ্রীলঙ্কান এয়ারলাইন্স ছাড়ার সময় দুপুর ২ঃ৩০ মিনিট।
- মালয়েশিয়া এয়ারলাইন্স ছাড়ার সময় রাত ১১ঃ৩০ মিনিট।
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়ার সময় রাত ৯ঃ১০ মিনিট।
এভাবে বিমানের সময়সূচী না অনুসন্ধান করে সরাসরি আপনার যাত্রা তারিখ নির্ধারণ করে বিভিন্ন এয়ারলাইন্সের অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিমান টিকিট বুকিং করুন।
কারণ সেখানেই যাত্রার সময় উল্লেখ করা থাকবে। অতএব বিমানের টিকেট বুকিং করতে কারো সাহায্য নিতে হয় না। তাই অনলাইন থেকে আপনি নিজে নিজেই যেকোন গন্তব্যের বিমান টিকেট বুকিং করতে পারেন। ধন্যবাদ