বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া কত ২০২৪

সৌদি আরব মধ্য মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম আরব রাষ্ট্র। দেশটি আলজেরিয়ার পরে আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। বিশ্বের সকল দেশের মুসলমানদের মত বাংলাদেশী নাগরিকদের জন্য সৌদি আরব অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি দেশ।

ইসলামের পবিত্র স্থান গুলো অর্থাৎ মক্কা ও মদিনায় হজযাত্রা ও কর্মসংস্থানের অনেক বাংলাদেশী নাগরিক প্রতিনিয়ত সৌদি আরবে পৌঁছে থাকেন। তাই এই গুরুত্বপূর্ণ দেশটিতে যাওয়ার জন্য বাংলাদেশের সকল নাগরিক বিমান ব্যবহার করেন।

তাই সৌদি আরব যাওয়ার পূর্বে অবশ্যই বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া কত তা জেনে রাখা উচিত।যেহেতু বিভিন্ন কোম্পানির বা এজেন্সির বিমানসমূহ বাংলাদেশ থেকে সৌদি আরব রুটে পরিচালনা হয়। এক্ষেত্রে বাংলাদেশ থেকে সৌদি আরবের ন্যূনতম বিমান ভাড়া ৪০-৪৫ হাজার টাকা।

বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া কত

বাংলাদেশের ঢাকা বিমানবন্দর থেকে সৌদি আরবের বিভিন্ন বিমান বন্দরে প্রতিদিন বিভিন্ন এয়ারলাইন্স চলাচল করে। এমনকি বিভিন্ন ধরনের ক্যাটাগরির এয়ারলাইন্সসমূহ চলাচল করে।

বিমানের ক্যাটাগরির উপর ভিত্তি করে বিমান ভাড়া নির্ধারিত হয়। এছাড়াও আপনার যাত্রা সময় অনুযায়ী বিমানের ভাড়া নির্ধারিত হয়।

বাংলাদেশ থেকে সৌদি আরবে ওমান এয়ারলাইন, বিমান বাংলাদেশ এয়ারলাইন, এমিরেটস এয়ারলাইন্স, ইন্ডিগো এয়ারলাইন্স সহ বিভিন্ন এয়ারলাইন্স চলাচল করে। যার বিমান ভাড়া ন্যূনতম ৪৫ হাজার টাকা এবং সর্বোচ্চ লক্ষ টাকা।

ঢাকা টু সৌদি আরব বিমান ভাড়া কত 2024

বিমানের টিকিট এবং ফ্লাইটের ধরন অনুযায়ী বিমান ভাড়া পরিবর্তন হয়। বিমানের ভাড়া সবথেকে কম ইকোনোমি ক্লাস ক্যাটাগরির। এবং সর্বোচ্চ বিমান ভাড়া নির্ধারিত হয় বিজনেস ক্লাস এবং ফার্স্ট ক্লাস ক্যাটাগরির বিমানের।

ইকোনমি ক্লাসঃ

  • ওমান এয়ারলাইন্স ৪৫ হাজার টাকা।
  • এমিরেট এয়ারলাইন্স ৪০ হাজার টাকা।
  • এয়ার ইন্ডিয়া ৪৬ হাজার টাকা।
  • ইন্ডিগো এয়ারলাইন্স ৫৪ হাজার টাকা।
  • এয়ার এরাবিয়া এয়ারলাইন্স ৪৭ হাজার টাকা।
  • ইউএস বাংলা এয়ারলাইন্স ৫৮ হাজার টাকা।
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার টাকা।

বিজনেস ক্লাসঃ

  • ভিস্তারা এয়ারলাইন্স ৯৩ হাজার টাকা।
  • সৌদি আরবিয়ান এয়ারলাইন্স ১ লক্ষ ২ হাজার টাকা।
  • ওমান এয়ারলাইন্স ১ লক্ষ ৬ হাজার টাকা।
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১ লক্ষ ০৮ হাজার টাকা
  • এয়ার ইন্ডিয়া ১ লক্ষ ৫০ হাজার টাকা।

ফার্স্ট ক্লাসঃ

  • এমিরেটস এয়ারলাইন্স ৩ লক্ষ থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা।

উপরে উল্লেখিত বিমান ভাড়া উল্লেখ করা হয়েছে শুধুমাত্র ঢাকা থেকে জেদ্দার রুটে যে সকল বিমান পরিচালনা হয়।

তবে এতটুকু ধারণা দিতে পারি বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে হলে ন্যূনতম বিমান ভাড়া লাগবে ৩৭ হাজার থেকে ৪৫ হাজার টাকা।

ঢাকা টু রিয়াদ বিমান ভাড়া কত ২০২৪

বাংলাদেশের বেশিরভাগ যাত্রী সৌদি যেতে ইকোনমি ক্লাস ক্যাটাগরির বিমান ব্যবহার করে থাকেন। আর সৌদি রিয়াদ হচ্ছে সৌদি আরবের রাজধানী ও বৃহত্তম শহর। যেখানে সৌদির মোট জনসংখ্যার ২০% বসবাস করে।

এক্ষেত্রে অনেক বাংলাদেশী নাগরিক ঢাকা টু রিয়াদ কর্মের উদ্দেশ্যে যাতায়াত করে থাকেন। যাতায়াতের ক্ষেত্রে যা ঢাকা টু রিয়াদ নূন্যতম বিমান ভাড়া ৪০ থেকে ৪৭ হাজার টাকা। যেমনঃ

  • শ্রীলংকান এয়ারলাইন্স ৪৭ হাজার টাকা।
  • জাজিরা এয়ারওয়েজ ৫১ হাজার টাকা।
  • এয়ার এরাবিয়া এয়ারলাইন্স ৫১ হাজার টাকা।
  • বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৪ হাজার টাকা।
  • ইন্ডিগো এয়ারলাইন্স ৫৭ হাজার টাকা।
  • গালফ এয়ারলাইন্স ৫৮ হাজার টাকা।
  • সৌদি আরবিয়ান এয়ারলাইন্স ৬৪ হাজার টাকা।

এছাড়া বিজনেস ক্লাস এবং ফার্স্ট ক্লাস বিমানে ভাড়া ন্যূনতম ৮০ হাজার থেকে ৯০ হাজার টাকা। যা এই যাত্রা বিমান ভাড়া অন্যান্য দেশের বিমান ভাড়া থেকে অনেকটা বেশি।

ঢাকা টু দাম্মাম বিমান ভাড়া কত 2024

দাম্মাম হচ্ছে সৌদি আরবের পূর্ব প্রদেশের রাজধানী। এই শহরটি ও একটি ব্যস্ততম শহর। যেখানে বিশ্বের মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে থাকেন। বাংলাদেশ থেকে দাম্মাম যেতে নূন্যতম বিমান ভাড়া ৩৭-৩৯ হাজার টাকা।

যেখানে সৌদির অন্যান্য শহরের বিমান নূন্যতম ভাড়া ৪৫-৫০ হাজার টাকা। ইকোনোমি ক্লাসের বিমান ভাড়া সবথেকে কম। বিজনেস ক্লাস, ফার্স্ট ক্লাস বিমানের ভাড়া সব থেকে বেশি।

ঢাকা টু দাম্মাম ন্যূনতম বিমান ভাড়া ৩৯ হাজার টাকা। এবং বিমানের ক্যাটাগরি অনুযায়ী সর্বোচ্চ বিমান ভাড়া ৭০ হাজার থেকে ৯০ হাজার টাকা। তবে বেশিরভাগই বাংলাদেশী নাগরিক কম রেটের বিমান ব্যবহার করে থাকেন।

শেষ কথা

বিমানের ফ্লাইট বুকিং এবং বিমানে ক্যাটাগরির উপর ভিত্তি করে বিমানের ভাড়া নির্ধারিত হয়। তাই সৌদি যাওয়ার অবশ্যই বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া কত তা বিস্তারিত জেনে নিবেন। এমনকি কারো সাহায্য ছাড়া নিজে নিজে অনলাইন থেকে বিমানের টিকিট বুকিং করতে পারেন। ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top