অনলাইনের মাধ্যমে কোন প্রকার দালাল ছাড়া নিজে নিজেই সরকার নির্ধারিত ই পাসপোর্ট ফি পরিশোধ করতে পারেন। তবে সরকার নির্ধারিত ই পাসপোর্ট ফি কত তা অবশ্যই জানতে হবে।
বর্তমানে পাসপোর্ট তৈরি করতে কোনো রকম দালাল বা কম্পিউটার অপারেটরের প্রয়োজন হয় না। সরকারি ওয়েভসাইটে প্রবেশ করে নিজের ইচ্ছে মতো যেকোনো মেয়াদের এবং যেকোনো পৃষ্ঠার পাসপোর্ট এর জন্য আবেদন করা যায়।
এতে করে পূর্বের মতো দালালের খপ্পরে পড়ে পাসপোর্ট তৈরি করতে কোনরকম প্রতারিত হতে হয় না। এবং পাসপোর্ট তৈরি করতে অতিরিক্ত ফি দিতে হয় না। তবে যারা ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি কত তা জানেন না। তারা নিচের আলোচনা থেকে জেনে নিন।
১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি
পাসপোর্ট এর মেয়াদ এবং পৃষ্ঠার সংখ্যার উপর ভিত্তি করে ই পাসপোর্ট ফি নির্ধারিত হয়। এছাড়াও পাসপোর্ট ডেলিভারির সময় অনুযায়ী পাসপোর্ট ফি নির্ধারিত হয়।
যেমন ১০ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার রেগুলার ডেলিভারি ই পাসপোর্ট ফি ৫৭৫০ টাকা। এবং এক্সপ্রেস ডেলিভারিতে ৮০৫০ টাকা। দুই কর্ম দিবসের মধ্যে অর্থাৎ সুপার এক্সপ্রেস ডেলিভারির জন্য ১০ হাজার ৩৫০ টাকা।
এছাড়াও ১০ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠার ২১ কর্ম দিবসের রেগুলার ডেলিভারি ই পাসপোর্ট ফি ৮০৫০ টাকা। এবং ১০ কর্ম দিবসের এক্সপ্রেস ডেলিভারিতে ১০,৩৫০ টাকা।
আবার ২ কর্ম দিবসের মধ্যে অর্থাৎ সুপার এক্সপ্রেস ডেলিভারির জন্য ১০ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট ফি ১০ হাজার ৩৫০ টাকা। এটি সরকার নির্ধারিত, তাই এ নির্ধারিত ফি থেকে কেউ বেশি টাকা চাইলে পাসপোর্ট করবেন না।
10 বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে
পাসপোর্ট এর পৃষ্ঠা এবং ডেলিভারি সময়ের উপর ভিত্তি করে পাসপোর্ট করতে কত টাকা লাগে তা নির্ভর করে। যেমন সরকার নির্ধারিত পাসপোর্ট ফি ৪৮ পৃষ্ঠার ১০ বছর মেয়াদী করতে কত টাকা লাগে তা নিচে উল্লেখ করা হলোঃ
- রেগুলার ডেলিভারি ৫ হাজার ৭৫০ টাকা। (২১ কর্মদিবস)
- এক্সপ্রেস ডেলিভারি ৮ হাজার ৫০ টাকা। (১০ কর্মদিবস)
- সুপার এক্সপ্রেস ডেলিভারি ১০ হাজার ৩৫০ টাকা। ( ২ কর্মদিবস)
ঠিক একইভাবে 10 বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট তৈরি করতে যত টাকা লাগে তা নিতে উল্লেখ করা হলো।
- রেগুলার ডেলিভারি ৮ হাজার ৫০ টাকা। (২১ কর্মদিবস)
- এক্সপ্রেস ডেলিভারি ১০ হাজার ৩৫০ টাকা। (১০ কর্মদিবস)
- সুপার এক্সপ্রেস ডেলিভারি ১৩ হাজার ৮০০ টাকা। ( ২ কর্মদিবস)
পাসপোর্ট করতে কত টাকা লাগে
৫ বছর এবং ১০ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠা ও ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট তৈরি করা যায়। তবে ন্যূনতম পাসপোর্ট ফি ৪০২৫ টাকা। এবং পাসপোর্ট এর মেয়াদ অনুযায়ী সর্বোচ্চ পাসপোর্ট ফি ১৩৮০০ টাকা।
অর্থাৎ অনলাইনে যদি আপনি পাসপোর্ট এর জন্য আবেদন করেন। এক্ষেত্রে আপনার শুধুমাত্র এই পাসপোর্ট ফি খরচ হবে। অতএব ই-পাসপোর্ট করার খরচ পাসপোর্টের পৃষ্ঠার সংখ্যা, মেয়াদ এবং ডেলিভারির সময়ের উপর নির্ভর করে।
শেষ কথা
পাঁচ বছর মেয়াদী এবং ১০ বছর মেয়াদী পাসপোর্ট তৈরি করতে পারেন। তবে আজকের এই পোস্টে উল্লেখিত ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি একদম সঠিক এবং সরকার নির্ধারিত।
তাই সরকার নির্ধারিত ফি থেকে বেশি টাকা চার্জ করলে তাদের থেকে দূরে থাকবেন। অথবা নিজে নিজে অনলাইন থেকে পাসপোর্ট এর জন্য আবেদন করুন। ধন্যবাদ