মালদ্বীপ টাকার মান কত ২০২৪

মালদ্বীপ দক্ষিণ এশিয়ায় অবস্থিত ভারত মহাসাগরের একটি দ্বীপ দেশ। মালদ্বীপের রাজধানীর নাম মালে। এদেশের অর্থনীতি পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। এ দেশের বৈশিষ্ট্য হচ্ছে দ্বীপরাষ্ট্রের প্রাকৃতিক সৌন্দর্য, সুন্দর সমুদ্র সৈকত, এবং স্বচ্ছ নীল পানি যা বিশ্বের সকল দেশের মানুষের অনেকটা আকর্ষণ করে।

এছাড়াও মালদ্বীপ ভ্রমণের জন্য বাংলাদেশের নিকটতম একটি সুন্দর দেশ। তাই যে সকল বাংলাদেশী নাগরিক মালদ্বীপে ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছেন। তারা অবশ্যই মালদ্বীপ যাওয়ার পূর্বে এদেশের মুদ্রা সম্পর্কিত সকল তথ্য জেনে নিবেন।

ভ্রমণের উদ্দেশ্যে মালদ্বীপ গেলে অবশ্যই বাংলাদেশী টাকাকে মালদ্বীপের টাকায় কনভার্ট করতে হয়। যা সঠিক রেট জানা না থাকলে প্রতারণা শিকার হতে পারেন। যেমন আজকের সর্বশেষ তথ্য অনুযায়ী মালদ্বীপের টাকার মান ৭.৬৪ টাকা।

মালদ্বীপ টাকার মান কত

মালদ্বীপের অর্থনীতি অনেকাংশে পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। তাই এদেশে টাকার মান সময় অনুযায়ী পরিবর্তন এবং উঠানামা করে থাকে। অর্থাৎ পর্যটন শিল্পের কারণে বিদেশি মুদ্রা আয় করতে মালদ্বীপ কে সব থেকে বেশি সাহায্য করে।

যার কারণে লক্ষ্য করা যায় মালদ্বীপে পর্যটন সংখ্যা কমলেই অর্থনীতির উপর বিরূপ প্রভাব প্রভাব পড়ে। যেমন বর্তমানে মালদ্বীপের টাকার মান ৭.৬৪ টাকা। যেটা পরবর্তীতে পর্যটন শিল্পের উপর ভিত্তি করে এই টাকার মান হ্রাস অথবা বৃদ্ধি পেতে পারে।

মালদ্বীপের ১ টাকা বাংলাদেশের কত টাকা

মালদ্বীপের অর্থনীতি ছোট হলেও বাংলাদেশের থেকে মালদ্বীপের টাকার মান বেশি। যেমন বাংলাদেশের এক টাকার বিনিময়ে আপনি মালদ্বীপের 0.13 মালদ্বীপ রুফিয়া পাবেন। আর মালদ্বীপের ০১ রুফিয়া অর্থাৎ ১ টাকা সমান বাংলাদেশের ৭ টাকা ৬৪ পয়সা পাবেন।

মালদ্বীপ টাকার রেট কত

বাংলাদেশ থেকে মালদ্বীপে ভ্রমণের উদ্দেশ্য ছাড়াও অনেক বাংলাদেশী অনেক নাগরিক বর্তমানে মালদ্বীপে কর্মের উদ্দেশ্যে বসবাস করছেন। এমনকি অনেকেই এ দেশের ভিসার জন্য আবেদন করছেন।

মালদ্বীপের টাকার মান কম তুলনামূলক ভাবে অন্যান্য দেশের থেকে কম হলেও সকল কর্মচারীদের বেতন বা ওই দেশের কাজের বেতন নূন্যতম ৩৫ হাজার টাকা থেকে ৪৫ হাজার টাকা প্রদান করা হয়। এবং সর্বোচ্চ বেতন ৭০ হাজার থেকে ১ লক্ষ টাকা।

তাই যে সকল প্রবাসী ভাই মালদ্বীপ থেকে বাংলাদেশ ব্যাংকে টাকা পাঠাতে চাচ্ছেন তারা অবশ্যই এই পোস্ট থেকে মালদ্বীপ টাকার রেট কত তা জেনে নিবেন। যেমন আজকের মালদ্বীপ টাকার রেট ৭ টাকা ৬৪ পয়সা। তেমনিঃ

মালদ্বীপ রুফিয়া – MVRবাংলাদেশি টাকা
১ রুফিয়া =৭.৬৪ টাকা
১০ রুফিয়া =৭৬.৪০ টাকা
৫০ রুফিয়া =৩৮২.০১ টাকা
১০০ রুফিয়া =৭৬৪.০২ টাকা
৫০০ রুফিয়া =৩৮২০.১১ টাকা
১,০০০ রুফিয়া =৭৬৪০.২১ টাকা
৫,০০০ রুফিয়া =৩৮২০১.০৬ টাকা
১০,০০০ রুফিয়া =৭৬৪০২.১২ টাকা

মালদ্বীপের ১০০ টাকা বাংলাদেশের কত টাকা

অনেক বাংলাদেশী নাগরিক বর্তমানে মালদ্বীপে রয়েছেন যারা প্রতি মাসে ৮০০০ থেকে ১০,০০০ মালদ্বীপ রুফিয়া বেতন পেয়ে থাকেন। যেটি বাংলাদেশী টাকায় ৬১ হাজার থেকে ৭৫ হাজার টাকা।

দৈনিক কাজের বেতন হিসেব করলে মালদ্বীপের প্রায় ১০০ রুফিয়া হয়। তাই টাকা এক্সচেঞ্জ করার ক্ষেত্রে মালদ্বীপের ১০০ টাকার বাংলাদেশের কত টাকা তাহলে কে জানতে চান। যেমন মালদ্বীপটা ১০০ রুফিয়া = ৭৬৪.০২ টাকা।

মালদ্বীপের ১০০০ টাকা বাংলাদেশের কত টাকা

মালদ্বীপের টাকার মান অনুযায়ী মালদ্বীপের ১০০০ রুফিয়া = বাংলাদেশী ৭৬৪০.২১ টাকা। তবে বিকাশ বা ব্যাংকিং রেট হিসেবে এ টাকার মান কিছুটা কম হতে পারে।

মালদ্বীপ যাওয়ার পূর্বে মালদ্বীপের টাকার মান সর্বশেষ আপডেট জেনে নিন। এবং টাকা এক্সচেঞ্জ করার ক্ষেত্রে এজেন্সি এবং ব্যাংকিং সর্বশেষ টাকার রেটের পার্থক্য দেখুন। অতঃপর টাকা রেট সঠিক মনে হলে এক্সচেঞ্জ করুন। ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top